Answer for ৩৫তম প্রিলিতে কোন কোন বই এবং কিভাবে পড়লে ভালো ফলাফল করা যাবে?

আপনার যদি বেসিক বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত্ব থাকে, তবে প্রফেসরস-এর প্রিলিমিনারি গাইড দেখতে পারেন। আর যদি মনে করেন যে, আরো ভালোভাবে জানা প্রয়োজন, তবে সেক্ষেত্রে এই বইগুলো পড়তে পারেনঃ

ক) বাংলাঃ

১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর;
২. নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ;
৩. ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ

খ) ইংরেজিঃ

১. যেকোন ভাল গ্রামার বই;
২. ভোকাব্যুলারি, এ্যানালজি, সিনোনিমস- এ্যান্টোনিমস, ইডিওমস, ফ্রেসেস ইত্যাদির জন্য Saifur’s এর সংশ্লিষ্ট বইগুলো দেখতে পারেন।

গ) গণিতঃ

১. ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর সবরকম অঙ্ক।

ঘ) বিজ্ঞান ও প্রযুক্তিঃ

১. ৮ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান ও নবম-দশম শ্রেণীর পদার্থ, রসায়ন বই থেকে শুধু সেইসব অধ্যায় পড়তে হবে যেগুলো বি.সি.এস. এর সিলেবাসে আছে;
২. কম্পিউটার ও প্রযুক্তির বিষয়গুলো অনার্স কোর্সের কম্পিউটার বই থেকে পড়লে হবে।

ঙ) সাধারণ জ্ঞান ও মানসিক দক্ষতাঃ

১. “আজকের বিশ্ব” বইটাসহ সাম্প্রতিক বিষয়গুলোর জন্য পত্রিকা ও কারেন্ট এ্যাফেয়ার্স দেখতে পারেন;
২. “মানসিক দক্ষতা ও অভীক্ষা যাচাই” এর প্রস্তুতির জন্য প্রফেসরস এর বই পড়তে পারেন।

লিডিং দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকীয় কলাম, রাজনীতি, দেশ-বিদেশ পাতাগুলো পড়তে হবে।

পোষ্টটি লিখেছেন: আল মামুন মুন্না

আল মামুন মুন্না এই ব্লগে 191 টি পোষ্ট লিখেছেন .

আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ করছেন।