Answer for কি ভাবে আমি ইংলিশ বলতে পারব

তোমাকে অবশ্যই প্রথমে চেনা জানা জিনিসগুলোর ইংরেজি শব্দ মনে মনে বলার অভ্যাস করতে হবে। তারপর পুরো বাক্যই ইংরেজিতে বলার অভ্যাস করতে হবে। যেমন তুমি নদীর ধারে বসে আছ, এখন নদী সম্পর্কে ২০ ইংরেজি বাক্য বলতে হবে। কিছুদিন পর বন্ধুদের কাছে ইংরেজি বাক্যগুলো বলার চেষ্টা করতে হবে। মনে রেখ, একদিনে কেউ পারফেক্ট হয় না। অনুশীলনই এক্ষেত্রে প্রধান। ভালো থেক।

পোষ্টটি লিখেছেন: Md. Kaiyum

Md. Kaiyum Hossan এই ব্লগে 2 টি পোষ্ট লিখেছেন .

মো: কাইয়ুম হোসাইন, বি.এস.এস (সম্মান), এম.এস.এস, সমাজকর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়