Answer for এক বছর গ্যাপ দিয়ে কি ইমপ্রূভ পরীক্ষা দেওয়া যাবে। আমার একটা সাবজেক্টে এফ গ্রেড আছে আমি চাচ্ছি এইবছর ইমপ্রুভ না দিয়ে আগামী বছর দিতে । সেটা সম্ভব কিনা ?

“শিক্ষা বিরতি” ব্যবহার করলে আপনি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বিরতি দিতে পারবেন। অবশ্য এই বিরতি নিতে গেলে কিছু খরচ আছে। আবেদন করতে হয়। এরপর আবার স্বাভাবিক ভাবেই রেগুলার স্টুডেন্ট হিসাবে লেখাপড়া কারা যায়।
এরজন্য আপনার প্রতিষ্ঠানের করণিক বা ক্লার্ক এর সাথে যোগাযোগ করতে হবে।

পোষ্টটি লিখেছেন: nobish

এই ব্লগে এটাই এর প্রথম পোষ্ট.