Answer for অনার্স ৩য় বর্ষের ফলাফল দেবে কবে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় প্রকাশিত হবে। এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ পরীক্ষায় পাসের হার ৯৫.০২ শতাংশ।

বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়, একই সঙ্গে ২০১২ সালের ৪র্থ বর্ষের যেসব শিক্ষার্থী ২০১২ সালের ৩য় বর্ষ পরীক্ষার মান উন্নয়ন পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের ৪র্থ বর্ষের সংশোধিত ফলাফলও প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি এই লিঙ্ক থেকেও দেখা যাবে।

পোষ্টটি লিখেছেন: আল মামুন মুন্না

আল মামুন মুন্না এই ব্লগে 192 টি পোষ্ট লিখেছেন .

আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।