বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) এইচএসসি প্রোগ্রামে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন ওপেন স্কুল পরিচালিত ২০২০-২১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) প্রোগ্রামে ভর্তির বিস্তারিত তথ্য এখানে।
ভর্তির যোগ্যতাঃ এসএসসি / সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন পদ্ধতিঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) এইচএসসি প্রোগ্রামে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট OSAPS.BOU.EDU.BD এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে ।
ভর্তি সংক্রান্ত তথ্যঃ
- আবেদনের তারিখঃ ১৬ মার্চ থেকে ১০ ডিসেম্বর, ২০২০
- বিলম্ব ফিসহ ভর্তিঃ – – ২০২০ (বিলম্ব ফি: ১০০ টাকা)
- ওরিয়েন্টেশনঃ –
ওপেন স্কুল এইচ.এস.সি প্রোগ্রাম ২০২০-২১ শিক্ষাবর্ষ ভর্তি বিজ্ঞপ্তি
[ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করুন]
ভর্তি ও অন্যান্য ফিঃ
- অনলাইন আবেদন ফিঃ ১০০ টাকা
- রেজিস্ট্রেশন ফিঃ ১৫০ টাকা
- কোর্স ফিঃ (প্রতি কোর্স ৬১৭ টাকা করে) ৩৭০২ টাকা
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) ব্যাবহারিক ফিঃ ১৩১ টাকা
- একাডেমিক ক্যালেন্ডার ফিঃ ৫০ টাকা
- ডিজিটাল আইড কার্ডঃ ২০০ টাকা
- পরীক্ষা ফিঃ (প্রতি কোর্স ৫৩ টাকা) ৩১৮ টাকা
- প্রথম বর্ষ নম্বরপত্র ফিঃ ৭০ টাকা
- মোট ভর্তি ফি: (নূন্যতম) ৪,৭২১ টাকা
আমি ২০১৫ তে এস,এস,সি পাশ করছি ৩.২২ পেয়ে আমি এখন ভতি হতে চাই আমাকে কি করতে হবে।Please healp me
ভাই আমি ২০১২ তে এস এস সি পাশ করেছি আর ২০১৮ তে উন্মুক্ত তে ভর্তি হতে পেরেছি
বা উ বি HSC ফাস্ট ইয়ার /সেকেন্ড ইয়ারের হিসাব বিজ্ঞান;ইংলিশ সফটওয়্যার থাকতো…
সাজেশন সহ।
যে কোন সময় মন্তব্য ও তার উত্তর
আস-সালামু আলাইকুম ভাই আমি উন্মুক্ত স্কুল থেকে ২০১৮ সালে SSC পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছি কিন্তুু দুঃখের বিষয় হলো আমার জন্ম সাল ভূল হয়েছে। এখন ভূল সংশোধন করতে হলে আমাকে কি করতে হবে দয়া করে জানালে উপকৃত হোতম।01717766001
বিএসএস দ্বিতীয় বর্ষের পরীক্ষা কখন শুরু হবে??
এখন কি 9 ভর্তি হাওয়ার সুযোগ আছে।
আজ ২০/৭/২০১৮ তারিখ ,আমি কি ভর্তি হতে পারবো? জানাবেন plz
আমি বাউবি তে এইচ এস সি তে ভর্তি হতে চাই এবার।। আমি কি ভর্তি হতে পারব এবার প্লিজ জানাবেন।।
আমি মার্চ মাসে উন্মুক্ত এস এস সি প্রথম বর্ষ ভর্তি হয়েছি ।কিন্তু আজও বোর্ড বই দিচ্ছে না। উন্মুক্ত বোর্ড বই কোন মাসে বিতরন করা হয় একটু বলবেন প্লিজ
আমি ২০১২ সালের এস এস সি পাশ করছি এখন আমি এইচ এস সি প্রোগ্রাম স্টাডি করতে চাই আমাকে এই সুযোগ দেওয়া যাবে
ভাইয়া আমি একটি সরকারি কলেজে ভতি আছি এখন কি ভতি বাতিল করে কি উন্মক্ত বিশ্ববিদ্যালয় একাদশ শ্রেণীতে ভতি হতে হবে না কি ভতি বাতিল না করল হবে আমাকে জানাবেন
স্যার আমি 2018 সালে এইচএসসি প্রথম বর্ষ পরীক্ষা খাগড়াছড়ি সরকারি কলেজ হইতে দিয়েছে। পরবর্তীতে খাগড়াছড়ি সরকারি কলেজ হতে ভুল্লি ডিগ্রী কলেজ, ঠাকুরগাঁও-এ স্ট্রাডিজ সেন্টার আনার জন্য বিধি মোতাবেক আবেদন করছি। কিন্ত এখনো কিছু জানতে পারি নাই যে আমার স্ট্রাডিজ সেন্টার পরিবর্তন হয়েছে কিনা।
ভাইয়া আমি ২০১১ সালে এস, এস, সি পাস করেছি। এখন আমি এইছ এস সি পোগ্রামে ভর্তি হইতে চাই, আমাকে কি সুযোগ দেওয়া যাবে
ভাইয়া আমি ২০১১ সালে এস, এস, সি পাস করেছি। এখন আমি এইছ এস সি পোগ্রামে ভর্তি হইতে চাই, আমাকে কি সুযোগ দেওয়া যাবে
হা ভর্তি হতে পারবেন
আমি SSC তবে ভর্তি হতে চাই