জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষ ১ম বর্ষ স্নাতক (পাস) অর্থাৎ ডিগ্রি কোর্সে ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ০৪ ডিসেম্বর ২০১৯ তারিখ বিকাল ৪ টায়।
উল্লেখিত দিনে বিকাল ৪টার পরে এস.এম.এস এবং রাত ৯টার পরে অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে। এই পোস্টে আমি উক্ত ফলাফল দেখার সকল পদ্ধতিসহ ফলাফল পাওয়ার পরবর্তী করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক…
এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখবেন যেভাবেঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (পাস) অর্থাৎ ডিগ্রি কোর্সে ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা উল্লেখিত দিনে বিকাল ৪ টায় প্রথমে এসএমএস এর ,আধ্যমে প্রকাশ করা হবে। এমএমএস এর মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ
যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ
NU<space>ATDG<space>Roll No
এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
অনলাইনে ফলাফল দেখবেন যেভাবেঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (পাস) অর্থাৎ ডিগ্রি কোর্সে ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা উল্লেখিত দিনে রাত ৯ টার পরে অনলাইনে প্রকাশ করা হবে। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি’র এই পোস্টের মধ্যে দেওয়া ফরমে আপনার ভর্তির আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করে দেখতে পারবেন।
অনলাইনে ডিগ্রি (পাস) ভর্তির ফলাফল দেখতে এখানে লগিন করুন
ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখঃ
মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের ভর্তি সংক্রান্ত সময়সীমাঃ
- মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করার তারিখঃ ০৪/১২/২০১৯ তারিখ থেকে ১১/১২/২০১৯ তারিখ।
- মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ০৫/১২/২০১৯ তারিখ থেকে ১২/১২/২০১৯ তারিখ।
- সংশ্লিষ্ট কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ০৫/১২/২০১৯ তারিখ থেকে ১৪/১২/২০১৯ তারিখ।
ডিগ্রি ক্লাশ শুরুর তারিখঃ ১৫ ডিসেম্বর ২০১৯
ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ
- অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
- প্রাথমিক আবেদনের প্রবেশপত্র – ২সেট।
- পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
- এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
- এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
- এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
- টাকা জমার রশিদ।
- চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।
ভর্তি ফিঃ ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে তাই যার যার কলেজের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়াই ভালো।
যারা মেধা তালিকায় সুযোগ পায়নি তাদের হতাশ হওয়ার কিছু নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় এরপর ২য় মেধাতালিকা প্রকাশ করবে। কবে প্রকাশ করবে তা পরবর্তীতে আমাদের সাইটে, ফেইসবুক পেইজে অথবা গ্রুপে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন……
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সে ভর্তি সম্পর্কে আরো বিস্তারিত জানুন এই লিঙ্ক থেকে।
degree result dakbo kivava
thanks
ধন্যবাদ
আমার ভর্তির আবেদনের সবকিছু হারিয়ে ফেলেছি । কিভাবে পুনরায় আমার ইনফরমেশন গুলা পাইতে পারি? আমাকে তথ্য দিয়ে সহা্য়তা করবেন প্লিজ।
You are not related to 2nd Release Slip of Degree pass Admission 2015-16. – NU Authority.
রেজাল্টের জন্য মেসেজ করছি,, কিন্তু এইটা আসে কেন
বাই আমি ৭ তারিক্ষে মুক্তাগাছা সহিদ স্ম্রিতি কলেজে গিয়েসিলাম সার এরা বলতা ছে এইবার মেসেজ এর মাদমে রেজাল্ট সতিক নয়।চম্পুতার এর দুকানে গিয়ে দেক্তে
You are not related to 2nd Release Slip of Degree pass Admission 2015-16. – NU Authority.
মেসেজ দেয়ার পর এটা আসে।তার মানে কি??
মামুন ভাই,আমি ১ম মেরিটে bbs পেয়েছি,এখন আমি যদি ভর্তি না হয়, তাহলে ২য় মেরিটেও কি আমার subjeect আসবে নাকি রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে? ভাই একটু তারাতারি জানাবেন।
২য় লিস্টে আসবেনা, রিলিজ স্লিপের আবেদন করা লাগবে সেক্ষেত্রে
যারা ৮ ফেব্রুয়ারী পর্যন্ত ডিগ্রীতে ভর্তি হওয়ার জন্যে আবেদন করতে পারেনি তারা কি এখন আবেদন করার কোনো সুযোগ পাবে??
আমার পছন্দের সাবজেক্ট না আসলে আমি কি আবার রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারবো?
পারবেন
ভাই আমার এসএসসি এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেছে কিন্তু ফটোকপি আছে। তা কি কলেজে দিলে হবে?
হবে
Thanks bro……
আমার ডিগ্রি ফর্ম পূরণ করার সময় ধর্মের জায়গায় ভুল হয়েছে।
এটার জন্যে কি কোন সমস্যা হবে? প্লিচ জানাবেন
ডিগ্রী মেধাতালিকা আসার পর ভর্তি হতে পারিনি, এখন কি আর ভর্তির সুযোগ আছে।
ভাই আমি ১ম রিলিজ স্লিপে ভর্তি হতে পারিনিনি,,এখন কি আর ভর্তি হওয়া যাবে না,!!
ভাইয়া আমি এখন পর্যন্ত কোনো ফরম ফিলাপ করিনি।
তাই ২য় মেরিটে কি ফরম ফিলাপের সুযোগ পবো।
plz…জানাবেন।
আসসালামু আলাইকুম আমি ডিগ্রী ২০১৮-২০১৯ ভর্তির জন্য এপ্লাই করেছিলাম।১ম মেধা তালিকায় আমার নামও ছিলো কিন্তু অনাকাঙ্খিত কারনে ভর্তি হতে পারিনি। আমি কি ২য় মেধা তালিকায় ভর্তি হতে পারবো।যদি তা সম্ভব না হয় তবে ডিগ্রী ২০১৮-২০১৯ ভর্তি রিলিজ স্লিপ কবে দিবে?
রিলিজ স্লিপ দিবে
১ম রিলিজ স্লিপ কবে শুরু হবে ভাই