সার্টিফিকেট নম্বরপত্র বা প্রবেশপত্র যদি হারিয়ে ফেলেন সার্টিফিকেট হারিয়ে ভীষণ চিন্তায় পড়ে যান অনেকেই। কী করবেন, কিভাবে সার্টিফিকেট ফিরে পাবেন তা বুঝতে না। সার্টিফিকেট বা এ ধরনের মূল্যবান শিক্ষাসংক্রান্ত কাগজপত্র হারালে বা নষ্ট হয়ে গেলে ঘাবড়ানোর কিছু নেই।
প্রথমে যা করবেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানালেন, সার্টিফিকেট, নম্বরপত্র বা প্রবেশপত্র হারিয়ে গেলে দেরি না করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত। এর জন্য প্রথমে আপনার এলাকার নিকটবর্তী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। জিডির একটি কপি অবশ্যই নিজের কাছে রাখতে হবে।
এরপর যে কোনো একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তিতে নাম, শাখা, পরীক্ষার কেন্দ্র, রোল নম্বর, পাসের সাল, বোর্ডের নাম এবং কিভাবে সার্টিফিকেট, নম্বরপত্র অথবা প্রবেশপত্র হারিয়েছেন তা সংক্ষেপে উল্লেখ করতে হবে।
এরপর শিক্ষা বোর্ডে থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাকে যেতে হবে যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই শিক্ষা বোর্ডে। শিক্ষা বোর্ডের ‘তথ্যসংগ্রহ কেন্দ্র’ থেকে আবেদনপত্র সংগ্রহের পর নির্ভুলভাবে পূরণ করতে হবে।
এরপর নির্ধারিত ফি সোনালী ব্যাংকের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বোর্ডের সচিব বরাবর জমা দিতে হবে। টাকা জমা হওয়ার পর আবেদন কার্যকর হবে। আবেদনপত্রের সঙ্গে মূল ব্যাংক ড্রাফট, পত্রিকায় বিজ্ঞপ্তির কাটিং ও থানার জিডির
কপি জমা দিতে হবে।
আবেদনপত্রে যা পূরণ করতে হবেঃ আবেদনপত্র পূরণের ক্ষেত্রে প্রথমেই উল্লেখ করতে হবে আপনি কোন পরীক্ষার (মাধ্যমিক না উচ্চমাধ্যমিক) কী হারিয়েছেন এবং কী কারণে আবেদন করছেন। আবেদনপত্রের বিভিন্ন অংশে ইংরেজি বড় অক্ষরে এবং বাংলায় স্পষ্ট অক্ষরে পূর্ণ নাম, মাতার নাম, পিতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, রোল নম্বর, পাসের বিভাগ/জিপিএ, শাখা, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ এবং জন্মতারিখসহ বিভিন্ন তথ্য লিখতে হবে।
পরবর্তী অংশে জাতীয়তা, বিজ্ঞপ্তি যে দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটির নাম ও তারিখ এবং সোনালী ব্যাংকের যে শাখায় ব্যাংক ড্রাফট করেছেন সে শাখার নাম, ড্রাফট নম্বর ও তারিখ উল্লেখ করতে হবে। আবেদনপত্রে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশের প্রয়োজন হবে। এতে তার দস্তখত ও নামসহ সিলমোহর থাকতে হবে। আর প্রাইভেট প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই গেজেটেড কর্মকর্তার স্বাক্ষর ও নামসহ সিলমোহর থাকতে হবে।
ব্যতিক্রম আছেঃ নষ্ট হয়ে যাওয়া সনদপত্র/নম্বরপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্টের অংশবিশেষ থাকলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে না বা থানায় জিডি করতে হবে না। এ ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ওই অংশবিশেষ জমা দিতে হবে। তবে সনদে ও নম্বরপত্রের অংশবিশেষে নাম, রোল নম্বর, কেন্দ্র, পাসের বিভাগ ও সন, জন্মতারিখ এবং পরীক্ষার নাম না থাকলে তা গ্রহণযোগ্য হবে না।
আর বিদেশি নাগরিককে ব্যাংক ড্রাফটসহ নিজ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। কত টাকা লাগবে সাময়িক সনদ, নম্বরপত্র, প্রবেশপত্র ফি (জরুরি ফিসহ) ১৩০ টাকা। এছাড়া ত্রি-নকলের জন্য ১৫০ টাকা এবং চৌ নকলের জন্য ২৫০ টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হয়। আর টাকার কম বেশিও হতে পারে। ওয়েবসাইট থেকে বর্তমান তথ্য পেতে পারেন।
সার্টিফিকেট এর নাম সংশোধন করব কিভাবে একটু জানালে ভাল হবে ……
অনেক ধন্যবাদ, এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করার জন্য।
আমি ২০০০সালে জগন্নাথ থেকে মাস্টার্স পাশ করেছি কিন্তু আমি আমার সার্টিফিকেট উত্তলোন করি নাই , আমি কিভাবে এটা তুলব দয়া করে জানাবেন
আমার এসএসসি এবং এইচএসসি হারিয়ে গেছে আমি বোর্ডের সব কাজ সম্পন্ন করেছি টাকা জমা দিলাম আমার কত দিনের মধ্যে সনদ হাতে পাবো???
আমি ২০০০ সালে এস এস সি পাশ করেছি । সম্প্রতি এক দুর্ঘটনায় আমার সকল সার্টিফিকেট হারিয়ে ফেলেছি । আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ও মনে করতে পারছি না । এখন আমি কিভাবে সার্টিফিকেট তুলতে পারি জানালে খুব উপকৃত হবো
একই আমার অবস্থা
আপনি যখন SSC পরীক্ষা দিছেন আপনার সামনে যে বসে সে কিন্তু আপনার ক্লাসমেট অতএব আপনার রোল নং যদি ১২৫০৩২ আপনার ক্লাসমেটে যেহেতু সামনে বসে পরীক্ষা দিচ্ছে তার হবে ১২৫০৩১ প্রতি ক্ষেত্রে রেজিস্টার নাম্বার SSC এবং HSC বেলায় সব কিছু এক হয় বিশ্বাস না হলে খুঁজে দেখুন। আর যদি পেয়ে যান আপনার ক্লাসমেটের সব তথ্য কোন কম্পিটার দোকান গিয়ে চেক করুন দেখবেন সমাধান পেয়ে যাবেন।
ধন্যবাদ ইকবাল বাহার ভাই। ইনফরমেশনটা পেয়ে খুব উপকৃত হলাম
ভাই
আগের নিয়ম বাতিল করা হয়েছে, নতুন কি পদ্ধতিতে হারানো সনদ
উত্তোলন করতে হয় তা বলেন।
আপনার দেওয়া তথ্য এখন আর কাজে আসবে না।
।
আমি আমার হারানো SSC ২০১৪ এবং HSC ২০১৮ নম্বরপত্র উত্তোলনের জন্য সোনালী সেবার প্রমেন্ট অফশনের কোন অফশন নির্বাচন করব?
ভাই আমি HSC তে বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট/পাস করি কিন্তু চিন্তার বিষয় হলো আমি নম্বরপত্র পাইনি বা কলেজে আসেনি এখন আমার করনি কী?
আমার এস এস সি সার্টিফিকেট হারিয়ে গেছে কিন্তু আমার কাছে ফটোকপি আসে এখন কি আমাকে জিডি বা পেপারে বিজ্ঞপ্তি দিতে হবে?
আমার এসএসসি, এইচএসসি ও সম্মান এর মারকশীট এবং সারটিফিকেট সব হারিয়ে গেছে এখন এগুলো তোলার জন্য কি আলাদাভাবে জিডি ও বিজ্ঞাপন করতে হবে নাকি একবারে জিডি ও বিজ্ঞাপন করতে হবে। দয়া করে একটু জানাবেন
ভাই আমার এইচ এস সির অরজিনাল এডমিট কার্ড টা হারিয়ে গেছে কিন্তু কার্ড এর ফটোকপি আছে তো সে ক্ষেত্রে কি আমার জিডি আর বিজ্ঞাপন দিতে হবে একটু জানাবেন প্লিজ??
yes
ভাই আমার বিএ সার্টিফিকেট উঠাতে পারিনি।কারন রেজিষ্টেশন কার্ড হারিয়েছি প্রসংসাপএ দেয়নি কি করে সার্টিফিকেট উঠাতে পারব।
আমার s s c and hsc সকল কাগজ হারিয়ে গেছে।ssc এর রোল রেজিস্টেশন নম্বর মনে আছে কিন্তু hsc এর কিছু মনে নেই। এখন আমি কি করতে পারি?
হারিয়ে যাওয়া নম্বরপএ ঢাকা শিক্ষা বোর্ড থেকে তোলার নতুন নিয়মগুলো বললে উপকৃত হবো ।
আসসালামুয়ালিকুম,,,ভাইয়া আমি ২০১৯ H,s,c exam দিয়েছি। তবে সার্টিফিকেট উঠাইনি,,,এখন কলেজ বন্ধ,,, ইন্টারনেট এর মাধ্যমে সার্টিফিকেট পাওয়া যাবে।
আমার এসএসসি ও এইচএসসি এর রেজিঃ কার্ড এবং এডমির্ট কার্ড এবং টেস্টিমুনিয়াল হারিয়ে গেছে। সমাধানটা একটু বলুন।
ভাই আমি ২০১৯ ব্যাচ এর এইচএসসি পরিক্ষার্থী.. তো গত বছর পরীক্ষা দি নাই..এই বছর পরীক্ষা দিতে গিয়ে দেখি এডমিট কার্ড হারিয়ে গেছে কিন্তু রেজিষ্ট্রেশন কার্ড আছে…এখন কি করব বললে একটু ভালো হয়
আমার এস এস সি মার্কশিট কলেজে জমা দেওয়া। এখন আমি কিবাবে আরিজিনাল মার্কশিট অনলাইন থেকে পাবো প্লিজ বলবেন।