গত ০৪-১০-২০২০ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফলে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেননি তাদেরকে পরীক্ষার উত্তরপত্র পুন:নিরীক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার উত্তরপত্র পুন:নিরীক্ষণের পদ্ধতিঃ
আবেদনের সময়সীমাঃ ১৬-১০-২০২০ তারিখ সকাল ১০:০০টা হতে ১৬-১১-২০২০ তারিখ দুপুর ২:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং ১৬-১১-২০২০ তারিখ বিকাল ৪:০০ টা পর্যন্ত ব্যাংকে আবেদন ফি জমা দেওয়া যাবে।
আবেদনের নিয়ম / পদ্ধতিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিঙ্কে গেলে নির্ধারিত সময়ের মধ্যে (এর আগে কিংবা পরে পাবেন না) আবেদন ফরম পাবেন। এই ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
আবেদনের ফিঃ প্রতি পত্রের পুন:নিরীক্ষণের আবেদনের জন্যে ৫০০ টাকা করে ফি প্রদান করতে হবে।
ফলাফলঃ পুন:নিরীক্ষণের ফলাফল যথাসময়ে আবেদনের সময় প্রদত্ত নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া অনলাইনে উক্ত ফলাফল প্রকাশ হওয়া মাত্র লেখাপড়া বিডিতেও পাওয়া যাবে।
আমার মোট নম্বর যোগে ভুল করেছে যেমন যোগ করলে হয় ৬২২ কিন্তু তারা লিখে রাখছে ৫৮৯। ডিভিশন হবে ২য় তা না দিয়ে দিয়েছে ৩ য় তো আমি এখন কিভাবে এটা সংশোধন করব।প্লিজ কেউ বলবেন।
রেযাল্ট কবে দিবে?
ভাইয়া ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পুন:নিরীক্ষণ ২য় বর্ষের ফলাফল টা কবে দিবে ?