সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত তৃতীয় এবং ৪র্থ ধাপের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। গত ১৫ মে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
তৃতীয় ধাপে মোট ১৫ জেলায় একযোগে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ মে, শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১১টা ২০ মিনিটে।
৩য় ধাপে মোট ১৫টি জেলায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলাগুলো হলো- জামালপুর, টাঙ্গাইল, ঝিনাইদহ, খুলনা, নাটোর, নওগাঁ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, সিলেট, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর ও বরিশাল।
৪র্থ ধাপে ১৪ জেলায় পরীক্ষা হবে। জেলাগুলো হলো- গাজীপুর, নরসিংদী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, চট্রগ্রাম, সাতক্ষীরা, যশোর, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা।
ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধারঃ রিকাভারী ইউজার আইডি ও পাসওয়ার্ড অপশনের মাধ্যমে পুনরুদ্ধার করতে পারবেন। এ জন্য আপনার যে তথ্যগুলো লাগবেঃ- সাটিফিকেট অনুযায়ী সঠিক ইংরেজিতে আপনার নাম, আপনার পিতার নাম এবং আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর (মোবাইল নম্বরটি চালু না থাকলেও সমস্যা নেই)। আপনি নিজে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। নিচের ভিডিওটি থেকে বিস্তারিত জেনে নিন…
অনেক ধন্যবাদ ভাই।