ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষা বৃত্তির কর্মসূচীর আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় ২০১৯ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবি ও শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী শিক্ষার্থীদের মধ্যে আবেদনকারীদের মধ্য থেকে ২,০৩৮ জনকে বৃত্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে।
আগামী ২৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখ সকাল ১১ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় বৃত্তি প্রাপ্তদের বৃত্তিপত্র প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্ণর জনাব ফজলে কবির। উক্ত সময়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তিপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। ফলাফল সহ এই বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলোঃ
ডাচ্-বাংলা ব্যাংক এর এইচএসসি / সমমান শিক্ষাবৃত্তির ফলাফল ২০১৯

বৃত্তির পরিমাণ ও সময়কালঃ
শিক্ষার স্তরঃ এইচ.এস.সি.
সময়কালঃ ২ বছর
মাসিক বৃত্তিঃ ২,০০০ টাকা
বার্ষিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ২৫০০ টাকা ও পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা
Dhakay ki ki nia jete hobe
comment koren
অামার নাম জয় রায় অামি ২০১৭ সালে এসএস সি পরিক্ষায় গোল্ডেন পেয়ে উত্তিন হয়েছি কিন্তু ডাচ বাংলা অাবেদন করতে পারিনি তার জন্য পড়ালেখা করতে পারতেছিনা টাকার অভাবে তাই এবার ২০১৮ সালে ডাচ বাংলা ব্যাংক এ অাবেদন করতে চাচ্ছি পারবো কিনা অাবেদন করতে ভাইয়া প্লিজ একটু বলিয়েন
plz vai onak tansan a asi boliyan amar namber 01751481766 plz vai miss deyan munna vai
আমি মোঃ নাইমুর রহমান খুবই গরীব ঘরের ছেলে।আমি গ্রাম থেকে ২০১৮ সালের SSC পরীক্ষায় GPA-5 পেয়েছি। তাই আমি ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখায় জমা দিয়েছিলাম। কিন্তু বৃত্তির চুড়ান্ত ফলাফলে আমার নাম নেই।ভাই গরীব হওয়া সত্ত্বেও কেন আমার বৃত্তি হলো না দয়া করে জানাবেন কী?
আমি সুমাইয়া(সুমি)।id no:-183688।একজন অতি দরিদ্র পরিবারের মেয়ে।আমার এস,এস,সি এর ফলাফল গোল্ডেন A+।আপনাদের বৃত্ত্বির(dbbl) তালিকায় আমার নাম না থাকায় আমার লেখাপড়া থেকে ঝরে পড়ার উপক্রম হয়েছে।অতএব বিষয়টি পুণরায় বিবেচনা পূর্বক একজন গরীব ছাত্রীকে ঝরে পড়ার হাত হতে মুক্ত করে দেশ গড়ার অঙ্গিকার নিয়ে লেখা-পড়া করার সুযোগ প্রদানে সবিনয়ে অনুরোধ মর্জি কামনা করি।
আমার ছোট ভাই গোল্ডেন A+ পেয়ে ভোলা জেলায় প্রথম স্থান অধিকার করেছে, ডাচ- বাংলা ব্যাংকে বৃত্তীর জন্য আবেদন করছে, প্রাথমিক ভাবে সিলেক্ট হইছে পরে ভোলা ডাচ বাংলা ব্যাংকের একটি শাখাতে প্রাথমিক সিলেক্টেট লেটার এবং সব ডকুমেন্ট জমা দিছে, কিন্ত ঐ ব্যাংকেরর কিছু অসত কমকতাদের দাবি পুরন না করায় ওরা ঢাকাতে কাগজ পত্র পাঠায় নি, আমরা খুব আশা নিয়ে চুরান্ত ফলাফলে অপেক্ষায় ছিলাম, কিন্তু রেজাল্ডে তার নাম আসে নি, পরে খবর নিয়ে যানতে পালাম, যারা যারা ঐ ব্যাংক কমকতাদের দাবি পুরন করছে তাদের কাগজ পাত্র পাঠাইছে,
ওনাদের উচিত ছিল ভালবাভে খোজ খবর নিয়ে যারা বৃত্তি পাবার যোগ্য তাদের কে বৃত্তি পাওয়ার ব্যবস্তা করার, কিন্তু ওনারা, কোন খবর ই নেয় নি, এখন কৃত্তিপক্ষের কাছে দাবি এর যেন একটা সঠিক বিচার করে, আমার ছোট ভাইর নাম, মোঃ রবিউল হাসান
আইডি নং, 175068
আমার ছোট ভাই মোঃ রবিউল হাসান, আইডি নং. 175068
ও গোল্ডেন A+ পেয়ে ভোলা জেলায় প্রথম স্থান অধিকার করছে,
ডাচ বাংলা ব্যাংকে বৃত্তির জন্য আবেদন করছে, প্রাথমিক ভাবে সিলেক্ট হইছে, তার পর সব ডকুমেন্ট নিয়ে ভোলা ডাচ বাংলা ব্যাংকের শাখায় জমা দিছি, কিন্তু এখানকার অসত কমকতাদের দাবি না মানায়, তারা ঢাকাতে কোন তথ্য পাঠায় নি,
আমরা চুরান্ত ফলাফলের আশা নিয়ে ছিলা, কিন্তু আসে নি,
পরে খবর নিয়ে যানতে পারলাম, যারা তাদের দাবি মানছে, তাদের তথ্য ঢাকা পাঠাইছে,
তাদের উচিত ছিল সঠিক ভাবে যাচাই বাচাই করে সঠিক তথ্য পাঠানো, কিন্তু তারা সেটা করে নি,
এখন ব্যাংক কৃত্তিপক্ষের নিকট বিনীত আবেদন তারা যেন, এর সঠিক ব্যবস্তা নেয় এবং যদি সম্বাভ হয় তাহলে,
উদিওমান মেধাবি ছাত্রদের কথা বিবেচনা করে এর একটা সঠিক
সমাধান দেওয়ার বিনীত অনুরধ রইল,
এইচ এসসির ফলাফল কবে দিবে??
বাংলাদেশের পরতে পরতে দুর্নীতি।এই বৃত্তি দরিদ্র অথচ মেধাবীদের জন্য এটা শুধু নামমাত্র বলা হয়। অনেক সচ্ছল ছাত্ররা বৃত্তি পায়। কিন্তু সামান্যতম ভূলের কারণে হতদরিদ্র অথচ মেথাবী এমন অনেক ছাত্রের বৃত্তি বাতিল করেছে ডাচ্ বাংলা ব্যাংক। এর শিকার আমি নিজে(গোল্ডে এ+ ছিল)। আমার আবেদন বাতিল করা হয়। অথচ আমার চেয়ে কম মার্ক পেয়েও অনেকে বৃত্তি পেয়েছ। যদিও আমি হতদরিদ্র ছাত্রের মধ্য একজন।