প্রাইম ব্যাংক এর একটি সিএসআর কার্যক্রম “প্রাইম ব্যাংক ফাউন্ডেশন” এর শিক্ষা বৃত্তির বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশ হয়েছে। এই বৃত্তি প্রাপ্তির জন্য আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের সুবিধার্থে নিচে তুলে দেওয়া হলোঃ
আবেদনের যোগ্যতাঃ
- কেবলমাত্র ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত হতে হবে।
- এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ কমপক্ষে ৯:০০ (ছাত্রী ৮.৮) থাকতে হবে।
- অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১০,০০০ টাকা বা তার নিচে হতে হবে।
- অন্য কোন উৎস (সরকারী/বোর্ড বৃত্তি ব্যতীত) থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এই বৃত্তির জন্য বিবেচিত হবে না।
আবেদনের সময়সীমাঃ ০৬ অক্টোবর ২০২০।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষা বৃত্তির বিজ্ঞপ্তি/ বিস্তারিত তথ্য

অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুনঃ www.primebankfoundation.org
অনলাইনে আবেদনের ঠিকানাঃ www.primebankfoundation.org
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তির ফলাফল পাবেন এই লিংকে
অফিসিয়াল ফেইসবুক পেইজ এর লিংক।
আমি দরিদ্র পরিবারের সন্তান.
আমার বাবা বৃদ্ধ.
খুব কষ্ট করে BRUR এ ইংরেজি বিভাগে ভর্তি হয়েছি.
এখন আর আমার লেখা পড়ার খরচ বহন করতে পাচ্ছি না.
বৃত্তি পেলে অনেক উপকৃত হতাম.
আমি 2014 সালে SSC তে GPA-5. এবং 2016 সালে HSC তে GPA -4.71 পেয়েছি.
তাই আমার লেখা পড়া সচল রাখতে প্রাইম ব্যাংকের সুদৃষ্টি আকর্ষণ করছি.
ইতি.
দরিদ্র ছেলে.
মোঃ আব্দুল করিম.
ইংরেজি বিভাগ (2016-2017)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর.
আবেদন ফরম পূরণ করার পর কোথায় জমা দিতে হবে।
প্রাইম ব্যাংক শিক্ষাবৃওি কবে দিবে????
অনলাইনেও আবেদন করতে হবে??
আবেদন ফরম কোথা থেকে নিবো?
koto taka..dibe..?
ফরম টা কি ঢাকাতেই জমা নেয় শুধু? রংপুর এর কোথাও জমা দেয়া যাবে না?
বৃওির রেজাল্ট কিভাবে দেখব..??
জানাবেন প্লিজ।।?