Bangladesh Open University (BOU) BA/BSS Exam Result 2020, বাউবি বিএ পরীক্ষার রেজাল্ট ২০২০, বাউবি বিএসএস পরীক্ষার রেজাল্ট ২০২০ঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত (ব্যাচেলর অব আর্টস/ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স) বিএ/বিএসএস পরীক্ষা-২০১৮ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৬৩ দশমিক ৮২ শতাংশ।
একই সঙ্গে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলও প্রকাশিত হয়েছে। ০৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে উক্ত ফলাফল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল দেখার পদ্ধতিসমূহ নিচে দেওয়া হলোঃ
মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফলাফল দেখার নিয়মঃ
SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য bou লিখে একটা স্পেস দিয়ে student ID (11digits without any space, for example 10023810001) লিখে বাংলালিংক এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ পাঠাতে হবে।
উদাহরণঃ BOU 08010012237 পাঠাবেন 2700 অথবা 2777 নম্বরে।
বি.দ্র. Student ID অবশ্যই (-) ছাড়া ইংরেজিতে লিখতে হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষার ফলাফল দেখুন এখান থেকেঃ
এছাড়া বাউবি’র সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষার ফল পাওয়া যাবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোন তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন লেখাপড়াবিডি.কম এর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিভাগে।
উল্লেখ্য, ২০১৯ সালের জুলাই মাসে এবারের বিএ/বিএসএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৫১ হাজার ৪৫৬ জন। উত্তীর্ণ শিক্ষার্থী ৩২ হাজার ৮৩৮ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১৮ হাজার ৯৬ জন ছাত্র এবং ১৪ হাজার ৭৪২ জন ছাত্রী।
একই সঙ্গে বিএ/বিএসএস প্রোগ্রামের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সিমেস্টার বিষয়ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩ লাখ ৩১ হাজার ৬৮৫ জন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষা-২০১৬এর রেজাল্ট দেখা যাচ্ছে না কেনো?
লিংক আপডেট করে দিয়েছি। এবার চেস্টা করে দেখুন।
রেজাল্ট দেখা যাচ্ছে না। কিভাবে দেখতে পাবো।
বা উ বি ফলাফল ২০১৬ দেখা যাচ্ছেনা কেন ? দেখার উপায় কি ?
BA/BSS পরীক্ষা-2016 এর Result এখনো দেখা যাচ্ছেনা কেন?
Result search দিলে শুধু কিসের No Data found……… এরকম একটা লেখা আসে।
মিসেজ দিয়ে কি ভাবে বের করে ? আমি মেসেজ পাঠিয়েছি কিন্তু শুধু কি ওয়াড চায়।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষা-২০১৬এর রেজাল্ট দেখা যাচ্ছে না কেনো?
sms এর মাধ্যমে জেনেছি রেজাল্ট ধন্যবাদ
SMS এর মাধ্যম কি , একটু জানাবেন দয়া করে । আমিও রেজাল্ট জানতে পারছি না ।
কেমন করে জানলেন ভাই……….????
আমি কি ভাবে রেজাল্ট পাবো
কেনো আপনি কি জানেন না ভাই। আমি বলছি……!!!!
মারসিট দেখা জাচ্ছেনা কেন?
ssc রেজাল্ট কতদিন পর দেবেন।
আমি অনেক চেষ্টা করেও বিএ/ বিএসএস এর রেজাল্ট দেখতে পারলাম না। দায়া করে বলবেন কিভাবে রেজাল্ট দেখতে পরবো।
আমি অনেক চেষ্টা করেও বিএ/ বিএসএস এর রেজাল্ট দেখতে পারলাম না। দায়া করে বলবেন কিভাবে রেজাল্ট দেখতে পরবো।
আমি ২০১৮ তে বি. এ. বি. এস. এস ফাইনাল পরীক্ষা দিয়েছি ।উক্ত পরীক্ষার রেজাল্ট হয়েছে কি?
Vai ummokto college degree biggopti Kobe charbe ektu Jodi bolten
মেইলে বউবির সকল তথ্য পেতে চাই
যার যত সমস্যা আছে এই নিয়ে আমি তোমাদের কে সমাধান করে দেবো। ok…………………………..!!!!!!!!!!!!
আমি এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।