অনার্স প্রফেশনাল ভর্তির রেজাল্ট ২০২১ঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যকমের বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড কোর্সসমূহের (ভর্তির রেজাল্ট) মেধা তালিকা ২১ ডিসেম্বর ২০২০ তারিখ প্রকাশ করা হবে।
মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ২১/১২/২০২০ তারিখ থেকে ২৮/১২/২০২০ তারিখের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে পূরণকৃত চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ ২২/১২/২০২০ তারিখ থেকে ২৯/১২/২০২০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে জানতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে জানা যাবে এই ফলাফল…
মোবাইলে ফলাফল দেখার পদ্ধতিঃ উল্লেখিত দিনে বিকেল ৪টার পরে প্রথমে মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। এস.এম.এস এ ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ
NU<space>ATPM<space>Roll No
লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে।
অনলাইনে ফলাফল দেখার পদ্ধতিঃ উল্লেখিত দিনে রাত ৯টার পর থেকে অনলাইনে ফলাফল পাওয়া যাবে। ফলাফল দেখতে নিচে আপনার ভর্তির আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর লিখে লগিন করতে হবেঃ
মাস্টার্স প্রফেশনাল ভর্তির ফলাফল দেখতে লগিন করুন এখানেঃ
ফলাফল দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের ভর্তি সংক্রান্ত সময়সীমাঃ
- মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করার তারিখঃ ২১/১২/২০২০ তারিখ থেকে ২৮/১২/২০২০ তারিখ।
- মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ২২/১২/২০২০ তারিখ থেকে ২৯/১২/২০২০ তারিখ।
- সংশ্লিষ্ট কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ২২/১২/২০২০ তারিখ থেকে ৩০/১২/২০২০ তারিখ।
- অনলাইনে ক্লাশ শুরুর তারিখঃ ০৩/০১/২০২১
মেধাতালিকায় সুযোগ পাননি?
জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ করে। যেমনঃ
- ১ম মেধাতালিকা ।
- ২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে)
- কোটার মেধাতালিকা ও
- রিলিজ স্লিপ।
mamun vi collage er sathe contuct kore vorti hote parbo?janae vali hoto
পারবেন না।
please would you
like to tell about 13th ntrca circular?