জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল ১০-০১-২০১৯ তারিখ সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হয়েছে। এ ফলাফলে পাশের হার ৯৪ দশমিক ২৭ শতাংশ।
এবার সারা দেশে ১৮১৫টি কলেজের মোট ৬৯৩টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ২২ হাজার ৩৯২ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ভিত্তিক ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর পাশাপাশি আপনাদের সুবিধার্থে লেখাপড়া বিডি থেকেও জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ডিগ্রি পাস ২য় বর্ষ পরীক্ষার ফল দেখুন এখানেঃ

ফলাফল দেখার অফিসিয়াল সাইটের ঠিকানাঃ nu.ac.bd/results
মোবাইলে এসএমএস এর মাধ্যমে ডিগ্রি ফলাফল জানার নিয়মঃ
যে কোনো অপারেটরের মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে
NU<স্পেস>DEG<স্পেস>Roll Number
পাঠাতে হবে 16222 নম্বরে।
আপনার গ্রেড গণনা করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম জেনে নিন এই লিংক থেকে।
ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাস এর মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর ১০/০২/২০১৯ তারিখের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। এরপর আর কোনো আপত্তি/অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
অনুপস্থিত পরীক্ষার্থীর ফলাফল সংশোধনের আবেদন করা যাবে এই লিঙ্ক থেকে। এ ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার উত্তরপত্র পুন:নিরীক্ষণের পদ্ধতি জেনে নিন এখান থেকে।
২০১৩-২০১৪ ডিগ্রী পরীক্ষা কবে থেকে জানাবেন কি?
এই লিংকেই রেজাল্ট পাবেন …http://www.nubd.info/res_deg/indivisul_result.php?id=3512000&course=1&pass_year=2013#
খুব ভালো লাগছে…
প্রিজনের রেজাল্ট দেখে…
ডিগ্রী পাস কোর্স পরিক্ষা -2013 বিষয় ভিত্তিক কেন নম্বর দেখাচ্ছে না. ! জানতে চাই ?
ভাই দয়া করে জানাবেন কি উত্তরপত্র পুনরায় দেখার আবেদন করলে নম্বর বাড়বে কিনা? কিংবা আগের ছেয়ে কমার কোনো ঝামেলা আছে কিনা?আমাদের তিন বছর মেয়াাদি ডিগ্রীতে first division ইংরেজি বিষয়ের 33 বাদ দিয়ে 780 হলে আমি 13 এর জন্য first class পাইনি.আমার রোল নম্বর 3764694.প্লিজ ভাই কিছু একটা সাজেশন দিন.আমি কৃতজ্ঞ থাকবো. আমার ফোন নম্বর 01843492583
ভাই আমি অনেক চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না! আমাদের তো রোল নং ছিলোনা! রেজিস্ট্রেশন নং আছে! কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিলে রোল নং চাচ্ছে! Please, help me!
যেখানে রোল চাচ্ছে দেখেন ওখানে অপশনাল লেখা আছে। তার মানে রোল ছাড়া শুধু রেজিস্ট্রেশন নম্বর দিয়েও ফলাফল দেখতে পারবেন।
2014-2015 সেশন এর নতুন সিলেবাসের ডিগ্রী 1ম বর্ষের পরীক্ষার রুটিন কি বের হইছে? দয়া করে আমাকে কোউ জানান।
ভাই আমার প্রথম ও দ্বিতীয় বর্ষের দেখানো রেজাল্টের সাথে বর্তমানে দেখানো রেজাল্টের একটুও মিল পাচ্ছি না। রেজাল্ট চ্যালেন্জ করার কি কোন বুদ্ধি নাই? please give me a solution
Vai 2015 saler degree examer absent asa result ar jonno ki koronio ase….Apnito post a liksen 01-03-2017 tarikh theke online abedon kora jabe but seta to hossena…
degree Re-exam kibabe korbo?
Dear sir, ami Degree pass and certificate course 2019 er result a board challenge korte chai,but kivabe & kobe korbo. Plz janaben.