গত ০২ সেপ্টেম্বর ২০২০ তারিখ প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফলে যারা কাঙ্খিত ফলাফল পায়নি তাদেরকে ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন এর সুযোগ দেওয়া হয়েছে। অনলাইনে এই ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমাঃ অনলাইনে ০৭/০৯/২০২০ তারিখ সকাল ১০ টা থেকে ৭/১০/২০২০ তারিখ দুপুর ২ টা পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদনের জন্য নির্ধারিত ফি ০৮/১০/২০২০ তারিখ বিকাল ৪ টা পর্যন্ত ব্যাংকে জমা দেওয়া যাবে।
আবেদন ফিঃ কোর্স প্রতি ৮০০ টাকা।
আবেদনের নিয়ম / পদ্ধতিঃ এই লিঙ্কে গেলে নির্ধারিত সময়ের মধ্যে (এর আগে কিংবা পরে পাবেন না) আবেদন ফরম পাবেন। এই ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাঙ্কের শাখায় পরবর্তী কার্যদিবসে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। [নমুনা]
আবেদনের সঠিক পদ্ধতি দেখুন এই ভিডিওতে
সতর্কতাঃ নির্ধারিত সময়ের পূর্বে ও পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাঙ্কে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা দিলে সমস্যা হতে পারে। তাই ভুলেও এই কাজ করবেন না।
বিদ্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলেশন অনুসারে পরীক্ষার উত্তরপত্র পুন:নিরীক্ষণের কোন সুযোগ নেই।
এক্ষেত্রে নম্বর গণনায় কোন ভুল হয়েছে কিনা শুধু সেটা যাচাই করা হয়ে থাকে।
ফলাফলঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণ এর ফলাফল যথাসময়ে প্রকাশ করা হবে। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি থেকেও জানা যাবে।
jara 2009-10 secation ear (final year) tadar ki karonio asay..
janale cero kiritaggo takbo…
আমি গত ১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষার কাঙ্খিত ফলাফল পায়নি। তাই পুন:নিরীক্ষণের আবেদন করতে চাই। কিন্তু বিজ্ঞপ্তিতে দেয়া লিংকে প্রবেশ করে এমন কোন ফরম পাচ্ছি না। তাই এখনও আবেদন করতে পারিনি। আবেদন ফরমটি কিভাবে পেতে পারি পরামর্শ দিলে উপকৃত হতাম।
আমিও. আবেদন করবো।
১২ জুলাই ২০১৭ সকাল ১০ টার আগে আবেদন করা যাবে না, আপনি নির্দিষ্ট সময়ে চেষ্টা করুন আশা করি করতে পারবনে। ধন্যবাদ
Coll diyan. 01814964188
রেজাল্ট কবে হবে ভাই?
আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি কিন্তুু রেজাল্ট কবে পাব, বলতে পারেন? বললে উপক্রিত হইতাম। তাছাড়া আবার ফরম পুরনের নিধারিত তারিখ ঘোষণা করেছে, এখন আমি কি ফরম পুরন করব? জানালে খুব উপক্রিত হতাম!
২০১৬ সালের টা কি একই ভাবে করা যাবে?
যাবে
2016 er hon’s 2nd year board challenge result kobe dibe plz…. aktu janan
আজ প্রকাশ হয়েছে।
রেজাল্ট কবে হবে ভাই?
আমি বোর্ড চ্যালেন্স করতে চাই কি ভাবে করব
ভাই অামার রেজল্টা absentঅাসছে কিন্রমতু অামি তো সব exem দিয়েছি
ভাই ২০১৮ অনার্স ২য় বর্ষ বোর্ড জেলেন্স এর রেজাল্ট কবে দিবে জানেন কি?
ভাই ২০১৮ অনার্স ২য় বর্ষ বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কবে দিবে ?
রেজাল্ট কোন লিংকে পাবো?