web tracker

২০১৭ সালের এস এস সি শিক্ষার্থীরা এদিকে আসুন । এখনই নিয়ে নিন সাধারণ গণিত, ইংরেজি ১ম পত্র ও ইংরেজি ২য় পত্রের ১০০% উপযোগী সাজেশন্স । (পিডিএফ ভার্সন )

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন ?
আজকে আমি আপনাদের সাধারণ গণিত, ইংরেজি ১ম পত্র ও ইংরেজি ২য় পত্রের ১০০% কমন উপযোগী সাজেশন্স দিতে চলেছি ।

সাজেশন্স গুলো এমন ভাবে করা হয়েছে যার মধ্য থেকে ১০০% কমন পড়তে বাধ্য থাকবে ।

সাজেশনগুলো  PDF আকারে করা হয়েছে, যার মাধ্যমে আপনি কম্পিউটার সহ যে কোন আন্ড্রয়েড মোবাইলের মাধ্যমেই পড়তে পারবেন। প্রয়োজনে প্রিন্ট করেও রাখতে পারবে।

সাজেশন্স গুলো ডাউনলোড করতে বিষয়ের উপর ক্লিক করুন । ডাউনলোড করে Winrar ( কম্পিঊটার ও আন্ড্রয়ের ঊভয় ভার্শনে পাওয়া যায় ) দিয়ে  Extract করুন । Extract করতে পাসওয়ার্ড চাইবে । পাসওয়ার্ড দিন MagicCoachingCenter । Extract হলে দুইটি পিডিএফ ফাইল পাবেন । একটি সৃজনশীলের সাজেশন্স অন্যটি বহুনির্বাচনীর সাজেশন্স ।

Zip Password: MagicCoachingCenter

১ । ইংরেজি ১ম পত্র
২। ইংরেজি ২য় পত্র
৩। গণিত

 

সাজেশন্সগুলো  করতে অনেক সময় ও শ্রম লেগেছে। সাজেশন্সটি যদি এস এস সি শিক্ষার্থীদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমারত এই টিউন করা স্বার্থক হবে।

 

এছাড়া প্রতিটা বিষয়ের আলাদা সাজেশন্স, টেস্টপেপার পেতে আমার ছোট ব্লক ম্যাজিক কোচিং সেন্টার থেকে ঘুরে আসতে পারেন।

পোষ্টটি লিখেছেন: Shahriar Kabir Jibon

এই ব্লগে 29 টি পোষ্ট লিখেছেন .


পোস্টটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ দিন। ফেইসবুকে শিক্ষা বিষয়ক তথ্য পেতে আমাদের গ্রুপে যোগ দিন অথবা পেইজ এ লাইক দিয়ে রাখুন

One comment

  1. মোঃ রকিবুল ইসলাম

    আপনাদের কাজগুলো অনেক সুন্দর তবে আমি গণিত আর ইংরেজীটা ডাউনলোড করেছিলাম দেখলাম জিপ ভাঙ্গলে PDF টা আসে না অন্যন্যাগুলো আসে অবশ্য । তবে অনেক উপকৃত হয়েছি আমি স্টুডেন্ট নয় কিন্তু প্রাইভেট পড়াই আর একটা স্কুলের সাথে যু্ক্ত আপাতত নিজের পড়াশোনার পাশাপাশি । চেষ্টা করবো আপনাদের ফলো করার । অনেক ধন্যবাদ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

*